
বুধবার ২১ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বর্তমানকে ডিজিটাল যুগ বলা হয়। কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা সবকিছুই হচ্ছে অনলাইনে। ভারতে প্রযুক্তির স্তরও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় পাসপোর্টেও বিপ্লব স্পষ্ট, চালু হল নতুন অধ্যায়। ভারত ই-পাসপোর্ট চালু করেছে। ই-পাসপোর্টকে পুরনোটির চেয়ে বেশি নিরাপদ বলে মনে করা হয়।
ই-পাসপোর্টে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ ইনস্টল করা হয়েছে। ব্যবহারকারীদের সম্পূর্ণ বায়োমেট্রিক তথ্য পাওয়া যাবে। এটি দেশের কয়েকটি বড় শহরে শুরু হয়েছে। হায়দরাবাদ এবং অমৃতসর-সহ ১২টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে এটি শুরু হয়েছিল। এই পাসপোর্টগুলিতে ইনস্টল করা চিপের কারণে- মুখের ছবি, আঙুলের ছাপ এবং আইরিস স্ক্যান-সহ সমস্ত বায়োমেট্রিক ডেটা রয়েছে।
এই শহরগুলিতে ই-পাসপোর্ট চালু হয়েছে-
অনেক শহরে ই-পাসপোর্ট পাওয়া যাচ্ছে। যেমন- নাগপুর, ভুবনেশ্বর, জম্মু, গোয়া এবং সিমলায় ই-পাসপোর্ট সুবিধা মিলছে। এছাড়াও, রায়পুর, জয়পুর, চেন্নাই, হায়দ্রাবাদ, সুরাট, রাঁচি এবং দিল্লিতে ই-পাসপোর্ট বিতরণ শুরু হয়েছে। মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সকল পাসপোর্ট পরিষেবা কেন্দ্রে এটি উপলব্ধ হবে। তামিলনাড়ুতে, চলতি বছরের ৩ মার্চ চেন্নাই আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্ট জারি করা হচ্ছে। ২২ মার্চ পর্যন্ত, ওই রাজ্যে ২০,৭২৯টি ই-পাসপোর্ট বিতরণ করা হয়েছে।
ই-পাসপোর্ট কী?
ই-পাসপোর্ট হল একটি সাউন্ড সিস্টেম। পাসপোর্টের ইনলেতে একটি অডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ এবং একটি অ্যান্টেনা ইনস্টল করা থাকে। পাসপোর্টধারীদের ব্যক্তিগত তথ্য এবং বায়োমেট্রিক তথ্য তাতে ফিড করা হয়।
এর পাশাপাশি, পাসপোর্টধারীর আঙুলের ছাপ, আইরিস স্ক্যান এবং ছবির মতো গুরুত্বপূর্ণ তথ্য পাসপোর্টে ফিড করা হয়। চিপে একটি অ্যান্টেনা ইনস্টল করা হয়েছে। এটি স্ক্যানিংয়ের সময় দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝক্কি দূর করে।
বৈদ্যুতিন চিপে আঙুলের ছাপ, ফেসিয়াল রেকগনিশন, রেটিনা রিডিং-সহ নানা ধরনের তথ্য মজুত থাকায় সেগুলি জাল করা খুবই কঠিন বলে মনে করা হচ্ছে। এর ফলে শুধু পাসপোর্ট ব্যবহারকারীই নিরাপদ হবেন না, দেশের নিরাপত্তাও মজবুত হবে।
এটি জালিয়াতি বন্ধ করবে-
ই-পাসপোর্টে বিদ্যমান প্রযুক্তি ডেটা সুরক্ষার জন্য অত্যন্ত শক্তিশালী বলে বিবেচিত হয়। পাসপোর্টের সঙ্গে কারসাজি, জালিয়াতি এবং জাল পাসপোর্ট তৈরির মতো অপরাধমূলক কার্যকলাপ বন্ধ করা যেতে পারে।
পুরনো পাসপোর্ট বাতিল?
পাসপোর্ট থাকলে জরুরি ভিত্তিতে ই-পাসপোর্টের প্রয়োজন নেই। যদি কোনও ব্যক্তির পুরনো পাসপোর্ট থাকে, তবে তার মেয়াদ শেষ না হওয়ার তারিখ পর্যন্ত সেটি বৈধ থাকবে। অর্থাৎ আপাতত দু’ধরনের পাসপোর্টই সমান্তরাল ভাবে চলবে। তবে যাঁরা পুরোনো পাসপোর্টের সময়সীমা শেষ হওয়ার পর নতুন পাসপোর্টের জন্যে আবেদন করবেন, তাঁরা ই-পাসপোর্ট হাতে পাবেন। যাঁরা এখন নতুন পাসপোর্টের আবেদন করছেন, তাঁরা ই–পাসপোর্টই পাচ্ছেন।
আমেরিকার ‘গোল্ডেন ডোম’, ইজরায়েলের ‘আয়রন ডোম’, ভারতের তুরুপের তাস কী? জানলে অবাক হবেন
স্বামীর কথায় অসন্তোষ, মাঝরাস্তায় জুতো নিয়ে ‘জুতোজুতি’ স্ত্রীর, রইল ভিডিও
চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে দিয়েছিল! নীল সুটকেস খুলতেই শিউরে ওঠা ঘটনা
১০০ দিনের কাজে চুড়ান্ত অসঙ্গতি: কংগ্রেসের তীব্র সমালোচনা মোদি সরকারের বিরুদ্ধে
পার্কিংয়ে থাকা গাড়িতে দমবন্ধ হয়ে মৃত্যু চারটি শিশুর, কিসের অবহেলায় এমন ঘটনা জানলে অবাক হবেন
'আক্ষেপ নেই', একাধিক পাক-চরের সঙ্গে যোগাযোগ ছিল জ্যোতির! জেরায় বিস্ফোরক তথ্য ফাঁস
বিয়ে করে সোনার গয়না নিয়ে ধা, একে একে শিকার ২৫ জন! অবশেষে পুলিশের জালে ‘লুটেরি দুলহন’
ফের ফিরবে লকডাউনের স্মৃতি! দেশে দেশে ছড়িয়ে পড়ছে করোনা, কোন রাজ্যে সবথেকে বেশি জানুন
কাকা শ্বশুরের প্রেমে অন্ধ, স্বামী-ছেলেকে বাড়িতে রেখে বধূ যা করলেন, ছুটে এল পুলিশ
ক্ষেপনাস্ত্ররোধী বন্দুক ছিল না, বায়ুসেনা কর্তার দাবি নস্যাৎ স্বর্ণমন্দিরের প্রধান গ্রন্থীর
আধুনিক মিসাইল আঘাত হানতে পারে রাতের অন্ধকারেও, তাও কেন 'ব্ল্যাকআউট' করা হয়
অফিসের অতিরিক্ত কাজের চাপেই কি চরম পদক্ষেপ? বেঙ্গালুরুর তথ্যপ্রযুক্তি কর্মীর মৃত্যুতে তোলপাড়
পাকিস্তান নিজেদের গুপ্তচর বানিয়ে ফেলেছিল জ্যোতিকে, দেশের বিরুদ্ধে কীভাবে প্রলুব্ধ করা হল ইউটিউবারকে
ভয়ঙ্কর, দু'বছরের শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগ মায়ের কিশোর প্রেমিকের বিরুদ্ধে
'ভারত ধর্মশালা নয়', এক শ্রীলঙ্কার নাগরিকের এদেশে থাকার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট